ওয়ার্ল্ড ইনসাইড

ট্রাম্প নৈতিক ভাবে অযোগ্য: কোমি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/04/2018


Thumbnail

প্রেসিডেন্ট হিসেবে নৈতিকভাবে যোগ্য নন ডোনাল্ড ট্রাম্প। এমন মন্তব্য করে বিশ্ব গণমাধ্যমে সারা ফেলে দিয়েছেন যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা এফবিআইয়ের সাবেক প্রধান জেমস কোমি।

যুক্তরাষ্ট্রের এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে কোমি বলেছেন, ‘ট্রাম্প অব্যাহত মিথ্যা বলছেন, হয়তো বিচার কাজেও বাধা তৈরি করছেন। তবে তিনি শারীরিকভাবে অযোগ্য বলে আমি মনে করিনা। আমি মনে করি, নৈতিকভাবে তিনি প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নন।’

গত বছর বরখাস্ত হওয়ার পর এই প্রথম টেলিভিশন সাক্ষাৎকারে তিনি এসব কথা বললেন। কোমির এই সাক্ষাৎকার প্রচারের কয়েক ঘণ্টা পরই রিপাবলিকান ন্যাশনাল কমিটি বিবৃতি দিয়েছে। সেখানে তারা বলেছে, নিজের বইয়ের প্রচারণা বাড়াতে কোমি এমন সাক্ষাৎকার দিয়েছেন।

জেমস কোমির আত্মজীবনীমূলক নতুন বইয়ের নাম এ হাইয়ার লয়্যালটি: ট্রুথ, লাই`জ এন্ড লিডারশীপ। বইটিতে মার্কিন তদন্ত সংস্থা এফবিআই এ কাজ করার সময়কার নানা ঘটনার কথা বলেছেন কোমি। গত বছর মে মাসে ট্রাম্প কোমিকে বরখাস্ত করেন। তখন অভিযোগ উঠেছিল রিপাবলিকান নির্বাচনী শিবিরের সঙ্গে রাশিয়ার যোগাযোগ ছিল না এমন মন্তব্য করতে কোমির উপর চাপ দিয়েছিলেন ট্রাম্প।

বাংলা ইনসাইডার/ডিজি/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭