ইনসাইড বাংলাদেশ

ভুল করার সাজা বই পড়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/04/2018


Thumbnail

‘কি ভাই বই পড়া কতদূর, কি পড়লেন ভাই’ এমন ভাবেই হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরের তানজির ইসলামকে টিপ্পনী কাটছিলেন তার সহকর্মীরা। নতুন নিয়ম চালু করেছে বিমান বন্দর কর্তৃপক্ষ। কর্মচারীরা কোন ভুল করলে এখন সাজা বই পড়া। শুধু পড়লেই চলবে না। পরীক্ষাও দিবে না। পরীক্ষায় পাশ করতে পারলেই মিলবে মুক্তি।

তানজির ইসলাম বলেন, ‘আমরা তো একটা অন্যায়ের শাস্তি হিসেবে বইটা পড়ছি, তাই হাতে বই দেখে কলিগরা হাসাহাসি শুরু করে দেয়।’

বিমানবন্দরের কর্মচারীদের ছোটখাটো ভুল বা অনিয়ম সংশোধনের জন্য বইপড়ার ব্যবস্থা চালু করা হয়েছে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে। প্রদত্ত বই পড়ে তার ওপর লিখিত এবং মৌখিক পরীক্ষায় পাশ করলে তবেই অব্যাহতি মিলছে।

আর এই সাজার নাম দেওয়া হয়েছে প্রোজেক্ট টুকিটাকি। এই প্রোজেক্টের অধীনে সাজাপ্রাপ্তকে সর্বোচ্চ সাতদিনের মধ্যে একটি বই পড়ে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা অনেকটা বুক রিভিউর মতো।

এই উদ্যোগে অপরাধীদের শাস্তি থেকে বাঁচিয়ে দিচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে অল এয়ারপোর্ট বাংলাদেশ-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ বলেন, ‘অপরাধ করার পরে কিন্তু আমরা কাউকে ছাড় দিচ্ছিনা, ঠিকই জেল জরিমানা দিচ্ছি। যে অপরাধে আমরা আগে শুধু সতর্ক করে ছেড়ে দিতাম, সেগুলো সংশোধনের জন্য বই পড়ার নিয়ম চালু করেছি।’

বাংলা ইনসাইডার/ডিজি

 

 

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭