ওয়ার্ল্ড ইনসাইড

রোহিঙ্গা সংকটের ছবি তুলে পুলিৎজার পেল রয়টার্স

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/04/2018


Thumbnail

রোহিঙ্গা সংকটের ছবি তুলে পুলিৎজার পুরস্কার পেয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ফিচার ফটোগ্রাফি ক্যাটাগরিতে রয়টার্সকে পুরস্কার দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার কলম্বিয়া ইউনিভার্সিটির পক্ষ থেকে পুলিৎজার পুরস্কার ঘোষণা করা হয়।

২০১৮ সালের আন্তর্জাতিক রিপোর্টিং ক্যাটাগরিতেও পুলিৎজার পেয়েছে রয়টার্স। ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ’ নিয়ে প্রতিবেদন করায় রয়টার্সকে এ পুরস্কার দেওয়া হয়।

এছাড়া হলিউডের প্রভাবশালী ও ধনী প্রযোজক হার্ভে ওয়াইনস্টিনের যৌন কেলেঙ্কারির খবর বিশ্বের সামনে তুলে ধরায় যুক্তরাষ্ট্রভিত্তিক দুই সংবাদমাধ্যম ‘নিউ ইয়র্ক টাইমস’ এবং ‘দ্য নিউ ইয়র্কার’কে যৌথভাবে সাংবাদিকতায় পুলিৎজার পুরস্কার দেওয়া হয়েছে। ওই প্রতিবেদনের পরই নীরবতা ভেঙে নিজেদের হয়রানির খবর তুলে ধরেন বিশ্বর অনেক নামিদামি তারকা। শুরু হয় বৈশ্বিক আন্দোলন ‘হ্যাশট্যাগ মি টু’।

সাংবাদিকতা জগতে সবচেয়ে সম্মানজনক পুরস্কার হিসেবে বিবেচিত হয় পুলিৎজার পুরস্কার। প্রতিবছর পত্রিকা, সময়িকী, অনলাইন সাংবাদিকতা, সাহিত্যে ও সংগীতে পুলিৎজার পুরস্কার দেওয়া হয়।


সম্পূর্ণ পুরস্কারের তালিকা জানতে দেখুন- https://bit.ly/2qEejO1

বাংলা ইনসাইডার/ জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭