ইনসাইড বাংলাদেশ

লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/04/2018


Thumbnail

কমনওয়েলথভুক্ত সরকার প্রধানদের শীর্ষ সম্মেলনে যোগ  দিতে সৌদি আরবের শহর দাম্মাম থেকে লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৬ এপ্রিল) স্থানীয় সময় রাত ১২টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৫টা ৪০ মিনিট) মিনিটে লন্ডনে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজ।

বিমানবন্দরে শেখ হাসিনাকে স্বাগত জানান লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাওনাইন ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মের প্রতিনিধি নিল হল্যান্ড।

মঙ্গলবার (১৭ এপ্রিল) কমনওয়েলথের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সন্ধ্যায় লন্ডনের মেয়র সাদিক খান আয়োজিত রাষ্ট্রীয় নৈশ ভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠায় সৌদি জোটের যৌথ সামরিক মহড়া পরিদর্শন ও সমাপনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে এশিয়া ও আরব অঞ্চলের ২৪টি দেশের সামরিক বাহিনীর সদস্যরা অংশ নেয়।

প্রধানমন্ত্রী আট দিনের রাষ্ট্রীয় সফর শেষে ২৩ এপ্রিল দেশে ফিরবেন।

বাংলা ইনসাইডার/ এসএ/ জেডএ

 

 

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭