ইনসাইড বাংলাদেশ

হুইপ আতিককে দুদকে জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/04/2018


Thumbnail

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সরকারি দলের হুইপ আতিউর রহমান আতিককে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ে হুইপ আতিককে জিজ্ঞাসাবাদ করা হয়।

গত ৫ এপ্রিল আতিককে একটি তলব নোটিশ পাঠান দুদকের উপপরিচালক কে এম মিছবাহ উদ্দিন। নোটিশে ১৭ এপ্রিল সকাল ১০টায় তাঁকে দুদক কার্যালয়ে হাজির থাকতে বলা হয়।

হুইপ আতিকের বিরুদ্ধে নামে–বেনামে শতকোটি টাকা অর্জন, নিয়োগ–বাণিজ্য, টিআর–কাবিখা এবং স্কুল–কলেজের এমপিও থেকে মোটা অঙ্কের টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।

বাংলা ইনসাইডার/এসএ/জেডএ

 

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭