ইনসাইড গ্রাউন্ড

নতুন রুপে হোম অব ক্রিকেট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/04/2018


Thumbnail

মিরপুর শেরে-বাংলা-ক্রিকেট স্টেডিয়াম নিয়ে কম দুর্ভোগ পোহাতে হচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। ইতিমধ্যেই হোম অব ক্রিকেটের উইকেট এবং আউটফিল্ড আইসিসির কাছ থেকে ডিমেরিট পয়েণ্ট পেয়েছে। তাই বিসিবি আন্তর্জাতিক ক্রিকেট না থাকা এবং ঘরোয়া ক্রিকেটের ব্যস্ততা কমে যাওয়ায় নতুন করে সাজাচ্ছে মিরপুরকে। আর সেটা জানা গেল মুশফিকুর রহিমের একটি পোস্ট থেকে।

ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা মুশফিকুর রহিম তাঁর অফিসিয়াল ফেসবুক পেইজে মিরপুর স্টেডিয়ামের একটি ছবি পোস্ট করেন। সেখানে ক্যাপশনে লেখা, ‘আমাদের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংস্কারের পর এত সুন্দর দেখাচ্ছে!’

সত্যিই তো তাই! ছবিতে দেখা যাচ্ছে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মাঠের মত মিরপুরের আউটফিল্ডের ঘাস কাটা হয়েছে। উইকেটেই কিছুটা নতুনত্বদেখা যাচ্ছে।

এদিকে, জানা গেছে এবার প্রথমবারের মত বাংলাদেশ ক্রিকেট লিগের ম্যাচ মিরপুরের হোম ক্রিকেটে অনুষ্ঠিত হচ্ছে।   

বাংলা ইনসাইডার/ডিআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭