ইনসাইড বাংলাদেশ

গাজীপুর ও খুলনা সিটিতে সেনা মোতায়েনের দাবি বিএনপির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/04/2018


Thumbnail

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ বলেছেন, খুলনা ও গাজীপুর সিটি নির্বাচনে সেনা মোতায়েন করতে হবে। একই সঙ্গে নির্বাচনে ইভিএম ব্যবহার বাতিল, বিতর্কিত ও সমালোচিত সরকারি কর্মচারীদের প্রত্যাহার করার দাবি জানানো হয়। 

বিএনপির প্রতিনিধি দল নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে দেওয়া বক্তব্যে এসব দাবির কথা বলে ড. খন্দকার মোশাররফ। 

একই সঙ্গে ড.খন্দকার মোশাররফ নির্বাচন পরিচালনায় গঠিত সমন্বিত কমিটি বাতিলের দাবি উত্থাপন করেন।

এর আগেবেলা ১১টায় নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসির) সঙ্গে বৈঠক বসের বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধিদল। দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে দেন।

বাংলা ইনসাইডার/ এসএ/ জেডএ  

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭