ইনসাইড বাংলাদেশ

১০০ এমপি-মন্ত্রী দুদকের জালে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/04/2018


Thumbnail

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সরকারি দলের হুইপ আতিউর রহমান আতিককে আজ মঙ্গলবার সকালে জিঙ্গাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই অভিযোগে গতকাল সোমবার দুদকে জিঙ্গাসাবাদ করা হয়েছে খুলনা-২ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মিজানুর রহমানকে। এর আগে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে চলতি মাসের ১১ তারিখে নরসিংদী-২ আসনের সংসদ সদস্য কামরুল আশরাফ খানকে দুদকে জিঙ্গাসাবাদ করা হয়। এখন পর্যন্ত এমন অন্তত ৮ জন সরকার দলীয় সাংসদকে দুদকে জিঙ্গাসাবাদ করা হয়েছে।

তবে এখানেই শেষ নয়। জানা গেছে, আওয়ামী লীগের অন্তত ১০০ এমপির তালিকা করেছে দুদক, যেখানে ডাকসাইটে কয়েকজন মন্ত্রীও আছেন। পর্যায়ক্রমে এমপি-মন্ত্রীদের জিঙ্গাসাবাদ করবে দুদক।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা দিয়েছেন, যেই দুর্নীতিবাজ হবে তাঁকে কোনো ছাড় দেওয়া হবে না। আর প্রধানমন্ত্রীর এই নির্দেশেই পরিপ্রেক্ষিতে দুর্নীতি ও অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ আছে এমন এমপি-মন্ত্রীদের জিঙ্গাসাবাদ করে চলেছে দুদক।

বাংলা ইনসাইডার/জেড



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭