ইনসাইড বাংলাদেশ

আবাসন খাতে কালো টাকা সাদা করার সুযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/04/2018


Thumbnail

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো.মোশাররফ হোসেন ভূঁইয়া বলেছেন, ‘আবাসন খাতে বিনিয়োগের মাধ্যমে আগামী বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে।’

মঙ্গলবার সকালে এনবিআর সম্মেলন কক্ষে আয়োজিত রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সঙ্গে এক প্রাক বাজেট আলোচনায় রিহ্যাবের প্রস্তাবের পক্ষে তিনি এ কথা জানান।

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘কালো  টাকা সাদা করা সুযোগে কর ও জরিমানা আদায় করা হয়ে থাকে। বরাবরই এটা হয়ে আসছে। যদি আমরা কালো টাকা সাদা করার সুযোগ বন্ধ করে দিই তাহলে টাকাগুলো বাইরে চলে যাবে। এতে বিনিয়োগও বাধাগ্রস্ত হবে। বিনিয়োগ বাড়াতে আমরা কালো টাকা সাদা করার সুযোগ দিচ্ছি। আপনারা এটাকে কেউ ভুলভাবে ব্যাখ্যা করবেন না। আমরা ট্যাক্স ও জরিমানাসহ এ সুযোগ দিচ্ছি।’

প্রাক বাজেট আলোচনায় বৈধভাবে উপার্জিত অপ্রদর্শিত অর্থ (কালো টাকা সাদা) আবাসন খাতে বিনিয়োগের জন্য ৫ বছর সময় চেয়েছে রিহ্যাব।  

বাংলা  ইনসাইডার/এসএ/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭