ওয়ার্ল্ড ইনসাইড

সাংবাদিক-সুরক্ষায় সরব কমনওয়েলথ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/04/2018


Thumbnail

কমনওয়েলথ ভুক্ত দেশগুলোতে সাংবাদিক হত্যার প্রবণতা বাড়ছে। ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত কমনওয়েলথের দেশগুলোতেই শুধু ৫৭ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। জাতিসংঘের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এই পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের নির্যাতন-হত্যার ওপর একটি প্রতিবেদন তৈরি হয়েছে কমনওয়েলথের উদ্যোগে। ভারতীয় সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যা, মাল্টায় ড্যাফনে কারুয়ানা গালিজিয়া হত্যাসহ অসংখ্য অপহরণ মামলা ও সাংবাদিক নিগ্রহের ঘটনা উঠে এসেছে কমনওয়েলথ সংগঠনগুলোর কার্যনির্বাহী দলগুলির তৈরি করা প্রতিবেদনে। এটি আনুষ্ঠানিক ভাবে আজ প্রকাশ করা হয়েছে। আগামী সপ্তাহে কমনওয়েলথ হেডস অব গভর্নমেন্ট মিটিং-এ রাষ্ট্র নেতাদের হাতে প্রতিবেদনটি তুলে দেওয়া হবে।

কমনওয়েলথ দেশগুলো একের পর এক সাংবাদিক নিগ্রহ, হত্যার ঘটনায় দীর্ঘদিন ধরেই সমালোচিত হচ্ছে। তাই সাংবাদিকদের সুরক্ষার জন্য প্রতিবেদন কয়েকটি দাবির বিষয়ও তোলা হয়েছে। সম্মেলনে পেশ করা হবে এই দাবির সনদ ‘কমনওয়েলথ প্রিন্সিপলস অন দ্য রোল অব দ্য মিডিয়া ইন গুড গভর্ন্যান্স’।

বাংলা ইনসাইডার/ডিজি/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭