ইনসাইড বাংলাদেশ

সিটি নির্বাচনে সেনা মোতায়েন নয়: ইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/04/2018


Thumbnail

গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন(ইসি)সচিব হেলালুদ্দীন আহমদ।

মঙ্গলবার সকালে আগারগাঁও শেরে বাংলানগরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সঙ্গে বিএনপি প্রতিনিধিদলের বৈঠক শেষে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এ কথা জানান।

বৈঠকে দুই সিটিতে সেনা মোতায়েনের দাবি জানায় বিএনপি। আগামী ১৫ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনে বিএনিপির সেনা মোতায়েনের দাবির বিষয়ে ইসি হেলালুদ্দীন বলেন, তাঁরা( বিএনপি) সেনা মোতায়েনসহ কয়েকটি দাবি জানিয়েছেন। এর মধ্যে ইভিএম, সেনা মোতায়েন ও বিতর্কিত কর্মকর্তাদের নির্বাচনী এলাকায় নিয়োগ না দেওয়া উল্লেখযোগ্য।

‘আমরা বিএনপি প্রতিনিধি দলকে বলেছি, আইনে প্রযুক্তির ব্যবহারের কথা আছে। তাই তাদের প্রত্যেকটি ইভিএম দেখার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, বিএনপিকে জানানো হয়েছে, স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই।

বাংলা  ইনসাইডার/এসএ/জেডএ

 

 

 

+



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭