ইনসাইড গ্রাউন্ড

কাউন্টিতে লজ্জার রেকর্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/04/2018


Thumbnail

রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য। তাই ক্রিকেট বিশ্বে প্রতিনিয়ত চলে রেকর্ড ভাঙা গড়ার লেখা। তবে কোনো রেকর্ড হয় গৌরবের, আনন্দের আর কোনো রেকর্ড হয় লজ্জার। যেমন যুবরাজ সিংয়ের গড়া ছয় বলে ছয় ছক্কার রেকর্ড যেমন গর্বের, তেমনি যুবরাজের কাছে ছয় বলে ছয় খাওয়া স্টুয়ার্ট ব্রডের জন্য এটা লজ্জার রেকর্ড।   

অনেকটা তেমনই লজ্জার একটি বিশ্বরেকর্ডই সম্পন্ন হয়েছে ইংলিশ কাউন্টি ক্রিকেটে। মঙ্গলবার কাউন্টি চ্যাম্পিয়নশিপে নটিংহামশায়ারকে মাত্র ১০ রানের লক্ষ্য দিয়েছিলো ল্যাঙ্কাাশায়ার। সেই লক্ষ্যে খেলতে নেমে ৪ উইকেট হারিয়ে বসে নটিংহামশায়ার।  আর এখানেই হয় রেকর্ড। সর্বনিম্ন রানের লক্ষ্যে খেলতে নেমে এর আগে চার উইকেট হারানোর নজির নেই। এই চার উইকেটের মধ্যে ল্যাঙ্কাশায়ারের অজি মনি নিয়েছেন ৩ উইকেট।

এই রেকর্ডের মধ্য নিয়ে ১৭৩ বছরের পুরানো রেকর্ড নতুন করে লিখেছে নটিংহামশায়ার। ১৮৪১ সালে কেন্টের বিপক্ষে ১২ রানের লক্ষ্যে খেলতে নেমে সাসেক্স ৪ উইকেট হারিয়েছিল।  

সর্বনিম্ন রান তাড়া করে সর্বোচ্চ উইকেট হারানোর রেকর্ড

১. ১০/৪ (লক্ষ্য ১০) নটস বনাম ল্যান্কস, ম্যানচেস্টার, ২০১৮

২. ১২/৪ (১১) কেন্ট বনাম সাসেক্স, টাউন ম্যালিং, ১৮৪১

৩. ১৬/৭ (১৬) এনএসডাব্লিউ বনাম ভিক্টোরিয়া, মেলবোর্ন, ১৮৫৫-৫৬

৪. ১৮/৪ (১৮) হোয়াইট কন্ডিট অ্যান্ড এমএইচ বনাম হর্নচার্চ, হর্নচার্চ, ১৭৮৭

৫. ১৮/৫ (১৮) ল্যান্কস বনাম কেন্ট, ক্যাটফোর্ড, ১৮৭৫


বাংলা ইনসাইডার/ডিআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭