ইনসাইড বাংলাদেশ

বাবা মায়ের পাশেই শায়িত হবেন রাজীব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/04/2018


Thumbnail

দুর্ঘটনায় হাত হারানো রাজীব হোসেনকে পটুয়াখালীর বাউফলে তার গ্রামের বাড়িতে মা-বাবা ও নানা-নানীর কবরের পাশেই দাফন করা হবে। রাজীবের মামা জাহিদুল ইসলাম একথা গণমাধ্যমকে জানিয়েছেন।

আজ মঙ্গলবার দুপুরে জোহর নামাজের পর হাইকোর্ট মসজিদে রাজীবের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পর রাজীবের মরদেহ নিয়ে স্বজনরা রাজীবের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার বাঁশবাড়ি গ্রামের উদ্দেশ্যে যাত্রা করেন।

সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাজীব। রাজীবের মৃত্যুর খবর তাঁর গ্রামের বাড়িতে পৌছানোর পর থেকেই বাউফলের দাসপাড়া ইউনিয়নে তাঁর গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।

গত ৩ এপ্রিল রাজধানীর কারওয়ান বাজারে বিআরটিসি ও স্বজন পরিবহনের বাসের রেষারেষিতে হাত হারান ছাত্র রাজীব। দুই বাসের চাপায় তার ডান হাত কনুইয়ের ওপর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। প্রথমে তাঁকে শমরিতা হাসপাতাল, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

বাংলাইনসাইডার/আরকে/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭