কালার ইনসাইড

কলেজ শিক্ষক শাকিব খান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/04/2018


Thumbnail

ক্যারিয়ারের এতটা বছরে অসংখ্য চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। এবার দেখা যাবে শিক্ষকের ভুমিকায়।

তিনি শুধু শিক্ষকই নন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে গড়া এক সৈনিকও। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত এক কলেজ শিক্ষকের চরিত্রে দেখা মিলবে শাকিবকে। সিনেমায় তাঁর ডাকে যুদ্ধে ঝাপিয়ে পড়বেন শাকিব।

মুক্তিযুদ্ধের গল্প নিয়ে নাম চূড়ান্ত না হওয়া এই ছবিটি নির্মাণ করবেন কলকাতার জনপ্রিয় নির্মাতা রাজ চক্রবর্তী। ছবির নামের মতো শাকিবের বিপরীতে নায়িকা কে হবেন তাও এখনো চূড়ান্ত হয়নি।

জাজের কর্ণধর আব্দুল আজিজ বলেন, শাকিব খান বর্তমানে দেশের বাইরে আছেন। দেশে ফিরলে তার সঙ্গে আলোচনা করার পর নায়িকার বিষয়টি চূড়ান্ত করা হবে। আমি চাচ্ছি নায়িকার ক্ষেত্রে নতুন কাউকে নিতে।

জানা গেছে, এই ছবির জন্যই শাকিব খান পারিশ্রমিক চেয়েছেন ৭০ লাখ টাকা।

ছবিটির চিত্রনাট্য লিখছেন দেলোয়ার হোসেন দিল। শাকিব ছাড়াও আরো অভিনয় করবেন মিশা সওদাগর। অন্যান্য চরিত্রেও চমক থাকবে।

শাকিব খান বর্তমানে এসকে মুভিজের ‘ভাইজান এলো রে’ ছবির শুটিংয়ের লন্ডনে অবস্থান করছেন। দেশে ফিরবেন ২০ এপ্রিল।



বাংলা ইনসাইডার/এমআরএইচ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭