ক্লাব ইনসাইড

ইবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১১ মে, আসন প্রতি লড়বেন ৬ জন


প্রকাশ: 30/04/2024


Thumbnail

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৩-২৪  শিক্ষাবর্ষে ধর্মতত্ত্ব অনুষদভুক্ত 'ডি' ইউনিটের স্নাতক প্রথম বর্ষের ভর্তির আবেদন শেষ হয়েছে। আগামী ১১ মে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ইউনিটে সর্বমোট ৩২০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১ হাজার ৮৯০ জন ভর্তিচ্ছু। সে হিসেবে আসন প্রতি লড়বেন ৬ জন ভর্তিচ্ছু।

সোমবার (২৯ এপ্রিল) আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার এ তথ্যটি নিশ্চিত করেন।

জানা গেছে, গত ১৩ এপ্রিল থেকে 'ডি' ইউনিটে ভর্তির আবেদন শুরু হয়। যা শেষ হয়েছে ২৫ এপ্রিল। ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদভুক্ত তিনটি বিভাগ (আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দা’ওয়াহ অ্যান্ড স্টাডিজ ও আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ) এবং কলা অনুষদভুক্ত আরবী ভাষা ও সাহিত্য বিভাগসহ মোট চারটি বিভাগের সমন্বয়ে ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ৩২০টি আসনের বিপরীতে লড়বেন ভর্তিচ্ছুরা।

এক ঘন্টার ভর্তি পরীক্ষায় মোট ৮০ নম্বরের এমসিকিউ প্রশ্নে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। এছাড়াও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://www.iu.ac.bd/admission) পাওয়া যাবে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭