ইনসাইড গ্রাউন্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপে আইসিসির স্কোয়াডে বাংলাদেশি!


প্রকাশ: 04/05/2024


Thumbnail

চলতি বছরের জুনে শুরু হতে যাচ্ছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। যার জন্য ইতোমধ্যেই আয়োজক দেশগুলো শুরু করেছে প্রস্তুতি। ব্যস্ত সময় পার করছে অংশগ্রহণকারী দেশগুলোরর ক্রিকেট বোর্ডগুলোও। 

অংশগ্রহণকারী দলগুলো তাদের স্কোয়াড ঘোষণাও শুরু করেছে। তবে পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কার মতো দলগুলো এখনো তাদের স্কোয়াড ঘোষণা করেনি। এবার বিশ্বকাপের সবচেয়ে বড় সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানের সদস্য সংখ্যা ২৬ জন।

নিশ্চয়ই অবাক হয়েছেন? অবাক হওয়ারই কথা, কেননা এবারের আসরে অংশগ্রহণকারী দলগুলোকে ১৫ জনের দল দেয়ার কথা বলা হয়েছে। সেখানে ২৬ সদস্যের দল! আসলে এটি হলো বিশ্বকাপের ম্যাচগুলো যারা পরিচালনা করবেন তাদের দল।

এবারের আসরে আম্পায়ারের দায়িত্ব সামলাবেন ২০ জন। ম্যাচ রেফারি হিসেবে দেখা যাবে ছয়জনকে। সর্বমোট তাদের সংখ্যা ২৬ জন। যেখানে বাংলাদেশ থেকে জায়গা পেয়েছেন একজন। তিনি শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। শুক্রবার (৩ মে) এক বিবৃতিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আম্পায়ার প্যানেল ঘোষণা করে আইসিসি। 

৫৫ ম্যাচের টুর্নামেন্টে সৈকতের সঙ্গে ম্যাচ পরিচালনা করবেন গত বছরের আইসিসির বর্ষসেরা আম্পায়ারের পুরস্কার জেতা রিচার্ড ইলিংওর্থ, কুমার ধর্মসেনা ক্রিস গ্যাফানি, পল রাইফেল, জোয়েল উইলসনের মতো আম্পায়াররা। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল তো গ্যাফানি এবং রাইফেল পরিচালনাও করেছিলেন। 

ওয়ানডে বিশ্বকাপে দারুণ আম্পায়ারিংয়ের পুরস্কার এ বছরের মার্চে পেয়েছেন সৈকত। প্রথম বাংলাদেশি হিসেবে আম্পায়ারদের এলিট প্যানেলে জায়গা করে নেন তিনি। এলিট প্যানেলে জায়গা পাওয়ার আগে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নিরপেক্ষ আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনাও করেছেন তিনি। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের আম্পায়ার এবং ম্যাচ রেফারির তালিকা-

আম্পায়ার

ক্রিস ব্রাউন, ক্রিস গ্যাফানি, কুমার ধর্মসেনা, মাইকেল গফ, অ্যাড্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওয়ার্থ, আল্লাহুদিন পালেকার রিচার্ড কেটলবরো, জয়রাম মদনগোপাল, নিতিন মেনন, স্যাম নোগাস্কি, আহসান রাজা, রশিদ রিয়াজ, পল রাইফেল, ল্যাংটন রুসিয়ার, শহীদ সৈকত, রডনি টাকার, অ্যালেক্স ওয়ার্ফ, জোয়েল উইলসন ও আসিফ ইয়াকুব। 

ম্যাচ রেফারি

ডেভিড বুন, জেফ ক্রো, রঞ্জন মাদুগালে, অ্যান্ড্রু পাইক্রফট, রিচি রিচার্ডসন ও জাভাগাল শ্রীনাথ।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭