ইনসাইড বাংলাদেশ

‘তারেককে দেশে ফিরতেই হবে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/04/2018


Thumbnail

লন্ডনে বসেই যুক্তরাজ্যের কঠোর সমালোচনা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘তারেকের মত একজন দণ্ডিত ব্যক্তিকে কীভাবে যুক্তরাজ্য সরকার আশ্রয় দেয়?’ প্রধানমন্ত্রী বলেন,’আমরা তারেককে অবশ্যই দেশে ফিরিয়ে নেবো। আদালত যে সাজা দিয়েছে, তা তাঁকে ভোগ করতেই হবে।‘ গত মঙ্গলবার লন্ডনে এক অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে তিনি একথা বলেন। ‘ওভারসীজ ডেভেলপমেন্ট ইন্সটিটিউট (ওডিআই) আয়োজিত ‘বাংলাদেশের উন্নয়নের গল্প’ শিরোনামে এক অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে তিনি বক্তব্য রাখেন। মূল বক্তব্যের পর প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক জিয়াকে দেশে ফিরিয়ে নিতে সরকারের দৃঢ় সংকল্পের কথা উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বলেন, ‘দণ্ডিত অপরাধীরা অন্য দেশে আশ্রয় নিয়ে ঐ দেশের ক্ষতি করতে পারে, ষড়যন্ত্র করতে পারে। এজন্য আদালত কর্তৃক প্রমাণিত একজন দণ্ডিতকে অন্য দেশে আশ্রয় দেওয়া উচিত না।‘ প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জেল প্রসঙ্গে বলেন, ‘আদালত তাকে দণ্ড দিয়েছে। এখানে সরকারের কিছু করার নেই।’

বাংলা ইনসাইডার



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭