ইনসাইড সাইন্স

ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পরিচয়পত্র লাগবে!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/03/2017


Thumbnail

সাইবার অপরাধ নিয়ন্ত্রণে ফেসবুকে অ্যাকাউন্ট খুলতে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট বা অন্য কোনো পরিচয়পত্র বাধ্যতামূলক করার জন্য ফেসবুককে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পুলিশ। সোমবার ফেসবুক প্রতিনিধির সঙ্গে বৈঠককালে এ প্রস্তাব দেওয়া হয়।

১৪ দেশের পুলিশপ্রধানদের নিয়ে রোববার থেকে ঢাকায় শুরু হয়েছে তিনদিনব্যাপি সম্মেলন। সম্মেলনের যোগ দিয়েছেন ফেসবুকের ট্রাস্ট ও সেফটি ব্যবস্থাপক বিক্রম লেংগেহ।

পুলিশ সূত্র জানিয়েছে, সাইবার অপরাধের তদন্তে ফেসবুকের সহায়তা চাওয়া হয়েছে। ফেসবুকের নিজস্ব নীতিমালায় সাংঘর্ষিক না হলে তারা সব রকম সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে।

বাংলা ইনসাইডার



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭