ইনসাইড বাংলাদেশ

বিএনপির ২৬ নেতার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/04/2018


Thumbnail

স্থায়ী কমিটির ৫ সদস্য সহ বিএনপির অন্তত ২১ জন নেতার বিদেশ সফরের উপর নিষেধাজ্ঞা রয়েছে। দুর্নীতি দমন কমিশন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এদের বিদেশে যেতে না দেওয়ার জন্য বিমানবন্দর কতৃপক্ষ এবং ইমিগ্রেশন বিভাগকে জানিয়েছে।

স্থায়ী কমিটির যে পাঁচ সদস্যের ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে তাঁরা হলে, মির্জা আব্বাস, ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায় এবং ব্যারিস্টার মওদুদ আহমেদ। এছাড়াও আব্দুল আউয়াল মিন্টু, হাবিব-উন-নবী খান সোহেল, রুহুল কবির রিজভীসহ বিএনপির মোট ২৬ জন নেতার উপর বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশন, বিএনপির আট নেতার ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট থেকে ১২৫ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তদন্ত করছে। দুদক তদন্তের স্বার্থে এই আটক নেতার বিদেশ গমনের উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য ইমিগ্রেশন ও বহি:গমন বিভাগকে অনুরোধ করেছে। গত ১৫ এপ্রিল দুর্নীতি দমন কমিশন এই অনুরোধ করে। এছাড়াও বিভিন্ন মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা থাকায় বাকি নেতাদের বিদেশ যাত্রার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বাংলা ইনসাইডার



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭