ইনসাইড বাংলাদেশ

জয়পুরহাটে বৃষ্টির মধ্যেই ভোট গ্রহণ চলছে


প্রকাশ: 08/05/2024


Thumbnail

৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে জয়পুরহাট জেলার কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলায় ভোট অনুষ্ঠিত হচ্ছে। বৃষ্টি হলেও সুষ্ঠু পরিবেশে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে পারে।

এই ৩ উপজেলায় মোট ১০৯টি ভোটকেন্দ্রে ভোটার সংখ্যা ৩ লাখ ৪০ হাজার ৭৬৯ জন। এই নির্বাচনে চেয়ারম্যান পদে ১০ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন ও ১২ জন মহিলা ভাইস চেয়ারম্যানসহ মোট ৩৫ জন প্রার্থী বিভিন্ন প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম বলেন, সুষ্ঠু ভোট গ্রহনের জন্য পুলিশ, বিজিবি ও র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭