ইনসাইড বাংলাদেশ

উপজেলা নির্বাচন: রাজশাহীতে বেলা বাড়ার সাথে বাড়ছে ভোটার উপস্থিতিও


প্রকাশ: 08/05/2024


Thumbnail

উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে রাজশাহীর উপজেলায় সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকালে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। ভোট কেন্দ্রগুলোতে ‍গিয়ে দেখা যায় নারী ভোটারদের উপস্থিতিই বেশি ছিল।  

প্রথম ধাপে রাজশাহীর গোদাগাড়ী তানোর উপজেলার নির্বাচন হচ্ছে। দুই উপজেলায় ১৬৮টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে গোদাগাড়ীর ১০৭টি তানোরের ৬১টি ভোটকেন্দ্র। দুই উপজেলায় ১৫৫টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে গোদাগাড়ীতে ৯৭ তানোর উপজেরায় ৫৮টি।

দুই উপজেলায় মোট ভোটার সংখ্যা লাখ ৪৭ হাজার ৩৩৩ জন। এর মধ্যে গোদাগাড়ীতে লাখ ৮১ হাজার ১৬০ তানোরে লাখ ৬৬ হাজার ১৭৩ ভোটার।

দুই উপজেলায় মোট প্রার্থী ১৬ জন। যাদের মধ্যে জন চেয়ারম্যান প্রার্থী। এর মধ্যে গোদাগাড়ীতে জন চেয়ারম্যানসহ জন এবং তানোরে জন চেয়ারম্যানসহ জন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭