ওয়ার্ল্ড ইনসাইড

জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল


প্রকাশ: 10/05/2024


Thumbnail

ভারতে লোকসভা নির্বাচন চলছে। এরমধ্যে জামিন পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার সুপ্রিম কোর্ট তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের মাঝেই স্বস্তির খবর পেলেন কেজরিওয়াল। আবগরি মামলায় আম আদমি পার্টির (এএপি) এ প্রধান নেতাকে আবগারি মামলায় অন্তবর্তীকালীন জামিন দেয়া হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আজ (১০ মে) সুপ্রিম কোর্টে কেজরিওয়ালের মামলার শুনানি ছিল। এ শুনানি শেষে আদালত তাকে আগামী ১ জুন পর্যন্ত অন্তবর্তীকালীন জামিন দেন।

ভারতের সুপ্রিম কোর্ট জানিয়েছে, আগামী ২ জুন আম আদমি পার্টির এ প্রধান নেতাকে আত্মসমার্পণ করতে হবে। এর আগে গত ২১ মার্চ রাতে কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) কেজরিওয়ালকে গ্রেপ্তার করে। এ সময় তার বাসভবনের আশপাশে ১৪৪ ধারা জারি করা হয়।

ভারতের ইতিহাসে কেজরিওয়ালই প্রথম মুখ্যমন্ত্রী পদে থাকাকালীন গ্রেপ্তার হলেন। এর আগে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকেও গ্রেপ্তার করে ইডি। তবে গ্রেপ্তারির আগে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন তিনি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭