ইনসাইড বাংলাদেশ

দলের পদ ছাড়ার প্রস্তাব নিয়ে যাচ্ছেন ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/04/2018


Thumbnail

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির তিন নেতা দেখা করবেন বেগম খালেদা জিয়ার সঙ্গে। আজ বৃহস্পতিবার বিকেলে বিএনপি মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এবং নজরুল ইসলাম খান নাজিমউদ্দিন রোডের কারাগারে যাবেন। গতরাতে বিএনপি মহাসচিব স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে টেলিফোনে আলাপ করে, বেগম জিয়ার সঙ্গে সাক্ষাতের অনুমতি চান।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বেগম জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়ে যে সমঝোতা চেষ্টা তা নতুন করে শুরু করার উদ্দেশ্যেই এই সাক্ষাৎ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সমঝোতার চেষ্টা করেছেন গত মার্চ মাসের শুরু থেকে। এই সমঝোতার অংশ হিসেবেই বেগম জিয়ার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়। কিন্তু সমঝোতার শেষ পর্যায়ে সরকার পিছিয়ে পড়ে। দলীয় প্রধান থেকে প্যারোলে গিয়ে বেগম জিয়া দেশ ও সরকারের জন্য আরও ক্ষতিকর হতে পারেন-এমন বিবেচনা থেকে সমঝোতা ভেস্তে যায়। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বেগম জিয়া এবং তাঁর ছেলে তারেক জিয়া দলীয় পদ ছাড়ার শর্তে সরকার বিএনপি চেয়ারপারসনকে বিদেশে চিকিৎসার জন্য বিদেশে যাবার অনুমতি দিতে চায়। কৌশলগত কারণে, বিএনপিও এখন বেগম জিয়া ও তারেক জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখতে চায়। গতকাল রাতে এনিয়ে বিএনপির সিনিয়র নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সিনিয়র নেতারা ‘বেগম জিয়াকে মুক্ত করাই প্রধান কাজ’ এমন মন্তব্য করেন। এজন্য বেগম জিয়াকে আজ সরকারের প্রস্তাব জানাতে যাবেন বিএনপির তিন নেতা। দলীয় দায়িত্ব ছাড়লেই, তিনি বিদেশ যাবার সুযোগ পাবেন।

মির্জা ফখরুলের এই প্রস্তাবে কি সাড়া দেবেন বেগম জিয়া?


বাংলা ইনসাইডার/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭