ওয়ার্ল্ড ইনসাইড

এক কলার দাম লাখ টাকা!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/04/2018


Thumbnail

যুক্তরাজ্যের ববি গর্ডন মেয়ের জন্য অনলাইনে একটি কলা কিনেছিলেন। বিপত্তি বাঁধে যখন তিনি কলার বিলটি দেখলেন। ওই কলার দাম ধরা হয়েছে ৯৩০ পাউন্ড যা বাংলাদেশি টাকায় এক লাখ ১০ হাজার টাকা।

যুক্তরাজ্যের সুপারমার্কেট আসডা থেকে অনলাইনে কলার অর্ডার দিয়েছিলেন গর্ডন। তার ক্রেডিট কার্ডে বিলটি চার্জও করা হয়েছিল। এরপর কার্ড কোম্পানির প্রতারণা ঠেকানোর টিম বিলটি আটকে দিয়ে তাঁকে ক্ষুদে বার্তা পাঠায়।

গর্ডন প্রথমে ভেবেছিলেন হয়তো কোন ভুলের কারণে এমনটি হয়েছে। এজন্য আবার তাঁর ক্রেডিট কার্ডে চার্জ করেন। তারপর সত্যিই হতবাক হয়ে যান তিনি। আবারও কলার জন্য একই বিল চার্জ করে আসডা।

অবশ্য একে কম্পিউটারের ভুল জানিয়ে ক্ষমা চেয়েছে আসডা। আসডার একজন মুখপাত্র বলছেন, যদিও আমাদের কলাগুলো চমৎকার, কিন্তু এটা ঠিক যে, তার দাম এতো নয়। এটি নিঃসন্দেহে কম্পিউটারের একটি ভুল। এরকম ভুল যেন ভবিষ্যতে না হয় তাই কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলেও আসাডার পক্ষ থেকে জানানো হয়েছে।

বাংলা ইনসাইডার/ডিজি/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭