ইনসাইড বাংলাদেশ

হাত হারানো হৃদয় পাবেন কৃত্রিম হাত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/04/2018


Thumbnail

গোপালগঞ্জে ট্রাকের চাপায় হৃদয়ের হারানো হাতটি পুনরায় প্রতিস্থাপন করা সম্ভব নয় তবে কৃত্রিম হাত প্রতিস্থাপন করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসকরা। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১০২ নম্বর ওয়ার্ডের ২৪ নম্বর বেডে চিকিৎসা চলছে গোপালগঞ্জে ট্রাকের চাপায় হাত হারানো হৃদয়ের।

চিকিৎসকেরা জানায়, হৃদয় খুব দ্রুত সেরে উঠছে। আরেকটু সুস্থ হলেই তাঁর কৃত্রিম হাত লাগানোর বিষয়ে সিন্ধান্ত নেয়া হবে।

হৃদয়ের পরিবার ট্রাকচালকের শাস্তির পাশাপাশি হৃদয়ের চিকিৎসার জন্য সরকারি সহায়তা কামনা করেছে।

উল্লেখ্য ৩ এপ্রিল রাজধানীর তেঁজগাওয়ে দুই বাসের চাপায় ডান হাত হারান রাজিব হোসেন। চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান রাজীব।

বানলাইনসাইডার/আরকে



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭