ইনসাইড গ্রাউন্ড

টস হেরে বোলিংয়ে সাকিবের হায়দরাবাদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/04/2018


Thumbnail

একাদশ আইপিএলের ১৬তম ম্যাচে এসে পাল্টে গেল দৃশ্যপট। টস জিতে চলতি আইপিএলে এই প্রথম কোনো কাপ্তান ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন। মোহালির আইএস বিন্দ্রা স্টেডিয়ামে সাকিবের সানরাইজার্সের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে অশ্বিনের পাঞ্জাব।

এখনও পর্যন্ত চলতি আইপিএল-এ অপ্রতিরোধ্যে কেন উইলিয়ামসনের হায়দরাবাদ। ডেভিড ওয়ার্নারের অভাবে একাই ঢেকো দিয়েছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। হায়দরাবাদের আক্রমণের ধরণ থেকে শুরু ব্যাটিং- সব কিছুতেই যেন ধারাবাহিকতার ছোয়া। এমনকি তিন ম্যাচের সবকয়টিতেই প্রতিপক্ষকে দেড়শ রানের নিচে আটকে রাখতে সক্ষম হয়েছে সাকিবরা। পাশাপাশি রান তাড়া করার ক্ষেত্রেও দারুণ পারফর্ম করছেন দলের ধাওয়ান-উইলিয়ামসনরা। 

তবে অনেকটা এগিয়েই আছে সাকিবের হায়দরাবাদ। কারণ মোহালির এই স্টেডিয়ামে পাঞ্জাবের বিপক্ষে মুখোমুখি চার ম্যাচের সবকটতেই জিতেছে সানরাইজার্স। আবার এই ভেন্যুতে সর্বমোট জয়ের পরিসংখ্যানেও পিছিয়ে আছে পাঞ্জাব। মোহালিতে ৪৮টি ম্যাচে খেলে মাত্র ২৪টি ম্যাচে জয় পেয়েছে পাঞ্জাব। তাই আজ অনেকটা ব্যাকফুটে থেকেই সাকিবদের বিপক্ষে মাঠে নামতে হবে পাঞ্জাবকে।

এদিকে দারুণ এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। টি২০’তে ৪০০০ রান এবং ৩০০ উইকেট নেওয়ার একেবারেই দ্বারপ্রান্তে সাকিব। সাকিবের আগে এই রেকর্ড আছে একমাত্র ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভোর। তবে তিনশ উইকেট শিকারের দিকে শুধু ব্রাভোই নয় আছেন- পাকিস্তানের শহীদ আফ্রিদি (৩০০), ক্যারিবিয়ান সুনীল নারিন (৩২৪), লঙ্কান লাসিথ মালিঙ্গা (৩৪৮)।

সানরাইজার্স হায়দরাবাদ স্কোয়াড
কেন উইলিয়ামসন (অধিনায়ক), শিখর ধাওয়ান, দীপক হুদা, সাকিব আল হাসান, ক্রিস জর্ডান, সিদ্ধার্থ কউল, ভুবনেশ্বর কুমার, মনিষ পান্ডে, ইউসুফ পাঠান, রশিদ খান, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক)।

কিংস ইলেভেন পাঞ্জাব স্কোয়াড
রবিচন্দ্র অশ্বিন (অধিনায়ক), মায়াংক আগারওয়াল, অ্যারন ফিঞ্চ, ক্রিস গেইল, মুজিব উর রহমান, করুন নায়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), মোহিত শর্মা, বারিন্দ্রার স্রান, আন্দ্রে টাই, যুবরাজ সিং।


বাংলা ইনসাইডার/ডিআর

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭