ইনসাইড গ্রাউন্ড

বোলিংয়ে সাকিব,প্রত্যাশা রেকর্ড পূরণের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/04/2018


Thumbnail

আইপিএলে নিজেদের চতুর্থ ম্যাচে টস হেরে বোলিং করছে সানরাইজার্স হায়দরাবাদ। আর এই ম্যাচে রেকর্ড পূরণের লক্ষ্য নিয়ে প্রথমবারের মত বোলিংয়ে এলেন হায়দরাবাদের ট্রাম্পকার্ড, বিশ্বসেরা অলরাউণ্ডার সাকিব আল হাসান।

ম্যাচের ৯ম ওভারে প্রথমবারের মত বল তুলে দেন হায়দরাবাদ ক্যাপ্টেন কেন উইলিয়ামস্অন।  টি২০ ক্রিকেটে ৪০০০ রান এবং ৩০০ উইকেট অর্জনের একেবারের কাছে সাকিব। প্রয়োজন আর মাত্র এক উইকেট। 

ভক্ত-সমর্থকরা সবাই প্রত্যাশায় সাকিবের এই রেকর্ড দেখার অপেক্ষায়। বিশ্ব ক্রিকেটে এই কীর্তি আছে কেবল একজনেরই। ক্যারিবীয় অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোর। তিনিই এখনও পর্যন্ত প্রথম এবং একমাত্র ক্রিকেটার যিনি  টি-টোয়েন্টিতে ৪০০০ রান এবং ৩০০ টি উইকেট নিয়েছেন।

এবারের আসরে বেশ দূর্দান্ত শুরু করেছে টিম হায়দরাবাদ। সাকিবের পার্ফম্যান্সও দারুণ। বল হাতে এখন পর্যন্ত নিয়েছেন পাঁচ উইকেট নিয়েছেন এই বাঁহাতি। ব্যাট হাতে করেছেন ৩৮ রান।  নিজেদের প্রথম তিন ম্যাচের তিনটিতেই জয় নিয়ে হায়দরাব অবস্থান করছে পয়েন্ট টেবিলের দ্বিতীয়তে।  

শেষ খবর পাওয়া পর্যন্ত পাঞ্জাবের সংগ্রহ ৯ওভারে  এক উইকেট হারিয়ে ৬৮ রান।

বাংলা ইনসাইডার/এসআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭