ইনসাইড গ্রাউন্ড

৫৮ বলে গেইলের ১০০

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/04/2018


Thumbnail

ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইলকে এবার আইপিএল নিলামে প্রথম দুইবারে তাকে দলে নিতে চায়নি কেউই। শেষে নিলামের শেষ দিন বিকেলে আচমকা তাকে হুট করে পাঞ্জাব তাকে তাঁর ভিত্তিমূল্যেই কিনে নেয়। কিন্তু পাঞ্জাবের হয়ে প্রথম দুই ম্যাচে একাদশে সুযোগ পাননি গেইল।তবে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে সুযোগ পেয়েই দেখিয়েছেন নিজের ব্যাটিং তান্ডব। পাওয়ার প্লে’তে বোলারদের বেধড়ক পিটিয়ে দলকে উড়ন্ত সূচনা এনে দেন গেইল।সাজঘরে ফেরার আগে করেছেন ৩৩ বলে ৬৩ রান। তার দল পাঞ্জাবও জয় নিয়ে মাঠ ছাড়ে।

আজ সানরাইজার্সের বিপক্ষে মাঠে নেমেই নাবার হাঁকালেন ফিফটি। তবে তান্ডব চালিয়ে নয়। খেলেছেন বেশ দেখেশুনে। প্রয়োজনে ডিফেন্সিভ পন্থায় খেলেছেন আবার অ্যাটাকিং ভঙ্গিতেও খেলেছেন। মোট কথা দলের প্রয়োজনের সময় দলকে পূর্ণ সমর্থন দিয়েছেন। তুলে নিয়েছেন চলতি আইপিএলে নিজের দ্বিতীয় ফিফটি। ৩৯ বলে চলতি আইপিএলে নিজের টানা দ্বিতীয় ফিফটি পূরণ করেন গেইল। আর ৫৮ বলে পূরণ করেন চলতি আইপিএলে নিজের প্রথম শতক। যা এবারের আইপিএলেও প্রথম।  একশ রানে যেতে গেইল সময় নিলেন মাত্র ১৯ বল।


বাংলা ইনসাইডার/ডিআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭