ইনসাইড গ্রাউন্ড

মোহালিতে গেইল তান্ডব, সানরাইজার্সের টার্গেট ১৯৪

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/04/2018


Thumbnail

সুযোগ পেয়েই যেন অবহেলা-অভজ্ঞার জবাব দিয়ে যাচ্ছেন গেইল। প্রথম হাকিয়েছিলেন দুর্দান্ত অর্ধশতক। আজ ছিলেন আরও দুর্বার। তুলে নেন ২০১৮ আইপিএলে নিজের এবং আসরের প্রথম শতক। তাঁর শতকেই সানরাইজার্সকে ১৯৪ রানের লক্ষ্য বেঁধে দেয় পাঞ্জাব। গেইল ৬৩ বলে ১০৪ রানে অপরাজিত ছিলেন।

আজ একাদশ আইপিএলের ১৬তম ম্যাচে এসে পাল্টে গেল সব দৃশ্যপট। টস জিতে চলতি আইপিএলে এই প্রথম কোনো কাপ্তান ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন।

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চালিয়ে খেলতে থাকে পাঞ্জাব। দলীয় ৫৩ রানে তারা প্রথম উইকেট হারায়। কিন্তু উইকেটে ছিলেন গেইল। এরপরেও দুটি উইকেট পরলেও গেইল ছিলেন উইকেট আকড়ে ধরে। সানরাইজার্সের কোনো বোলারই নিতে পারেননি গেইলের উইকেট। শেষ পর্যন্ত ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৯৩ রান করতে সক্ষম হয়।  

চলতি আসরের সেরা বোলিং লাইনআপের তকমা পাওয়া সানরাইজার্সের প্রায় সব বোলারই আজ বিবর্ণ ছিলেন। রশিদ খান এক উইকেট নিয়ে চার ওভারে ৫৫ রান দিয়েছেন। কউল চার ওভারে দিয়েছেন ৩৩ রান, জর্ডান দিয়েছেন চার ওভারে ৩১ রান। একমাত্র ভুবনেশ্বর পূর্ণ চার ওভার করে দিয়েছেন ২৫ রান। এছাড়া সাকিব দিয়েছেন ২ ওভারে ২৪ এবং হুডা সমান ওভারে দিয়েছেন ১৬ রান।

তবে আজ গেইল খেলেছেন তান্ডব চালিয়ে নয়। খেলেছেন বেশ দেখেশুনে। প্রয়োজনে ডিফেন্সিভ পন্থায় খেলেছেন আবার অ্যাটাকিং ভঙ্গিতেও খেলেছেন। মোট কথা দলের প্রয়োজনের সময় দলকে পূর্ণ সমর্থন দিয়েছেন। তুলে নিয়েছেন চলতি আইপিএলে নিজের দ্বিতীয় ফিফটি। ৩৯ বলে চলতি আইপিএলে নিজের টানা দ্বিতীয় ফিফটি পূরণ করেন গেইল। আর ৫৮ বলে পূরণ করেন চলতি আইপিএলে নিজের প্রথম শতক। একশ রানে যেতে গেইল সময় নিলেন মাত্র ১৯ বল।

 

বাংলা ইনসাইডার/ডিআর

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭