ইনসাইড বাংলাদেশ

‘আপনার নেতৃত্ব বাংলাদেশের দরকার’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/04/2018


Thumbnail

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদেী বললেন, ‘ আপনার নেতৃত্ব বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। ভারতের জন্যও গুরুত্বপূর্ণ।’ গতকাল বৃহস্পতিবার লন্ডনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেঙ্গে একান্ত সাক্ষাতে ভারতের প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন। লন্ডন সময় বিকেল ৩ টায় (বাংলাদেশ সময় রাত ৯ টায়) ল্যানকাষ্টার হাউসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যু নিয়ে কথা হয়। বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়েও দুই নেতার একান্ত বৈঠকে কথা হয়েছে বলে জানা গেছে।

বৈঠকে নরেন্দ্র মোদী বলেছেন, ‘আপনি বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বাংলাদেশের সাফল্য আমাদের জন্য প্রেরণা।’ মোদী উন্নয়নশীল দেশ হিসেবে যাত্রা প্রকাশ করায় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও অভিনন্দন জানান। ভারতের প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন যে, ‘বাংলাদেশের জনগণ নিশ্চই এই নেতৃত্বই আগামী নির্বাচনে পছন্দ করবে।’

নির্বাচনের আগে দুই নেতার মধ্যে আবারো একটি শীর্ষ বৈঠক হবে বলে জানা গেছে।


বাংলা ইনসাইডার/এমআরএইচ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭