ইনসাইড বাংলাদেশ

‘ম্যাডামের কাছে একা যান কেন?’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/04/2018


Thumbnail

বেগম জিয়ার সাথে দলের শীর্ষ নেতাদের সাক্ষাতের চেষ্টা নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে বিএনপিতেই। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বলে জানিয়েছে বিএনপির একটি দায়িত্বশীল সূত্র।  বৃহস্পতিবার নাজিমউদ্দিন রোডের প্রক্তন কারাগারে অন্তরীন বেগম জিয়ার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন বিএনপির তিন নেতা। কিন্তু শেষ পর্যন্ত তারা সাক্ষাৎ পাননি। সাক্ষাৎ না পেলেও, এই তিন নেতাকে বেগম জিয়ার সঙ্গে সাক্ষাতের জন্য বিএনপির কে নির্বাচন করলো, সে প্রশ্ন তুলেছেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী বলেছেন, ‘ম্যাডামের সাথে সাক্ষাৎ করতে আপনারা একা যান কেন? দলীয় কোরামে কথা বলে কেন ঠিক করেন না কে যাবে?’ রিজভী বলেন, ‘ভাইয়া জানতে চেয়েছেন, সরকারের সাথে কি ষড়যন্ত্র করছেন?’ সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বিএনপিতে তারেক পন্থীরা চাইছেন আগে বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসকেরা তাঁর সঙ্গে সাক্ষাৎ করুক। কিন্তু সে ব্যাপারে মির্জা ফখরুল কোনো উদ্যোগ নিচ্ছেন না বলেও অভিযোগ করছেন এই নেতারা। তাদের বক্তব্য, বেগম জিয়ার সঙ্গে সাক্ষাতের আগে অবশ্যই কেন্দ্রীয় নেতাদের বসতে হবে, নির্ধারন করতে হবে আলোচ্য সূচী। কিন্তু কয়েকজন সরকারের সঙ্গে আতাত করে গোপন সমঝোতার চেষ্টা করছে বলেও  অভিযোগ করেছেন রিজভীসহ বিএনপির কট্টরপন্থী নেতারা।

অবশ্য রিজভীকে ‘মগজ বিহীন ব্যক্তি’ হিসেবে বলেছেন দলের মহাসচিব। মির্জা ফখরুল তাকে বলেছেন, ‘আপনি যা করছেন সেটাই করেন। প্রতিদিন বক বক করেন। আমাকে আমার কাজ করতে দিন।’  

 

বাংলা ইনসাইডার/এমআরএইচ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭