ইনসাইড বাংলাদেশ

‘বিএনপি প্রার্থী হারার জন্য টাকা নিয়েছে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/04/2018


Thumbnail

বিএনপির নেতারা এখন সরকারের ‘প্রিয়ভাজন’ এবং অনুগ্রহ পাওয়ার প্রতিযোগিতা করছে বলেই মনে করেন, ২০ দলীয় জোটের অন্যতম শরীক জামাত। এজন্যই জামাত গাজীপুরে আলাদা প্রার্থী দিয়েছে। ২০ দলীয় জোটের বৈঠকে আলোচনা হয়েছিল যে, ২০ দল দুই সিটিতে একক প্রার্থী দেবে। কিন্তু এব্যাপারে সিদ্ধান্ত না হওয়ায়, গাজীপুরে জামাত নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। তিনি নির্বাচনী প্রচারণাতেও এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন। এ নিয়ে বিএনপির  অন্তত দুজন নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং নজরুল ইসলাম খান, জামাতের সংগে যোগাযোগ করেন। কিন্তু জামাত প্রার্থী সানাউল্লাহ বলেছেন, ‘আমি ২০ দলের প্রার্থী। আমার কাছে তথ্য আছে, বিএনপি প্রার্থী আওয়ামী লীগ প্রার্থীর কাছে টাকা নিয়ে হারবে।’ সানাউল্লাহ বলেছেন, ‘জাহাঙ্গীরের অনেক টাকা। এজন্যই হাসানউদ্দিন সরকারের সাথে যে গোপন সমঝোতা করেছে। নির্বাচনে হাসানউদ্দিন শেষ মুহুর্তে সরে যাবে, জাহাঙ্গীর জিতবে। এই সমঝোতা নস্যাৎ করতেই আমি প্রার্থী  হয়েছি।’

এনিয়ে ২০ দলের আলোচনা হবার কথা থাকলেও এখন পর্যন্ত কোন বৈঠক হয়নি। তবে জামাতের একাধিক নেতা অভিযোগ করেছেন, বিএনপি হেরে যাওয়ার জন্য গাজীপুরে নির্বাচন করছে, তাই ২০ দলের আসল প্রার্থী হলো সানাউল্লাহ। অবশ্য বিএনপি এখনো আশা করে, শেষ পর্যন্ত সানাউল্লাহ প্রার্থিতা প্রত্যাহার করবে।


বাংলা ইনসাইডার/এমআরএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭