ওয়ার্ল্ড ইনসাইড

গণতন্ত্র ও প্রযুক্তির বিরোধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/04/2018


Thumbnail

ফেসবুক ও কেমব্রিজ এনালিটিকা কেলেঙ্কারিতে অবাক হয়েছে বিশ্ব। প্রশ্ন উঠেছে ইন্টারনেটে তথ্য আসলেই কতটা নিরাপদ। অনেক বিশেষজ্ঞ একে গণতন্ত্র ও আধুনিক প্রযুক্তির মধ্যকার সুদূরপ্রসারী সংকটের আলামত বলে মনে করেন।

সাংবাদিক ও টেক ব্লগার জেমি বার্টলেট বলেন, ‘ফ্লোরিডার স্কুলে গুলি চালানোর প্রতিবাদের সময় বোঝা যায় প্রযুক্তি গণতন্ত্রকে কতভাবে সহায়তা করতে পারে। এটি মানুষের তথ্য প্রাপ্তির ও একত্রিত করার ক্ষেত্রে যেমন সাহায্য করতে পারে তেমনি রাজনৈতিক মতপ্রকাশের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

প্রযুক্তির দৃশ্যমান উপকারিতা রয়েছে। কিন্তু এর সুদূরপ্রসারী ক্ষতিগুলো সম্পর্কে আমরা কতটা সচেতন? জেমি বার্টলেট মনে করেন, আধুনিক প্রযুক্তির সঙ্গে গণতন্ত্রের উপাদানগুলোর আধুনিকায়ন না হওয়াতেই এই সমস্যার সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, ‘এটি সামঞ্জস্যের অভাব। গণতন্ত্র পুরোনো পদ্ধতিতে কাজ করে। গণতন্ত্র কার্যকর হওয়ার জন্য সুষ্ঠ নির্বাচন, নিরপেক্ষ গণমাধ্যম ও শিক্ষিত নাগরিকের মত উপাদান জরুরি।’

‘কিন্তু আমাদের এখন সম্পূর্ণ নতুন একটি উপাদান নিয়ে চিন্তা করতে হবে। আর সেটি হলো ডিজিটাল প্রযুক্তি। প্রযুক্তি সম্পূর্ণ ভিন্ন নিয়মে পরিচালিত হয়। ডিজিটাল প্রযুক্তি এককেন্দ্রিক নয়। তাই এটি নিয়ন্ত্রণ করা কঠিন। এটি তথ্যনির্ভর ও অত্যন্ত দ্রুতগতিতে এর উন্নয়ন হয়।‘

ডিজিটাল প্রযুক্তির উন্নয়নে মানুষকে তথ্য জানানোর পদ্ধতির অধিকাংশই পরিবর্তিত হয়েছে। সব নাগরিক যেন একই ধরনের তথ্য পেয়ে থাকেন এবং রাজনীতিবিদদের বক্তব্য একইভাবে যেন সবার কাছে উপস্থাপিত হয় সেটি নিশ্চিত করা বর্তমান গণতান্ত্রিক নির্বাচন পদ্ধতি সুষ্ঠুভাবে পরিচালনা করার অন্যতম চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে। অতিরিক্ত তথ্যের আদান-প্রদান এখন মানুষকে অনেক বেশী ভাবায়। আর নানা মতামত প্রচারের কারণে মানুষের মধ্যে একতাও দিনদিন কমছে। বার্টলেট মনে করেন মানুষের এই বিভ্রান্তি ও মতানৈক্যের সুযোগ নিয়ে তাদের প্রভাবিত করার সুযোগ পাচ্ছে  রাজনীতিবিদরা।

ধারণা করা হচ্ছে ডিজিটাল প্রযুক্তির আগ্রাসনে বর্তমান সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থার পতন হবে অথবা রাজনীতিবিদরা তাদের ক্ষমতার ব্যবহার করে ডিজিটাল প্রযুক্তির বিপ্লব থামিয়ে দেবেন। এক্ষেত্রে বার্টলেট মনে করেন, এখন পর্যন্ত প্রযুক্তিই এগিয়ে রয়েছে। এই ধারা অব্যাহত থাকলে ডিজিটাল প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে বিলুপ্ত হয়ে যাবে গণতন্ত্র।

বাংলা ইনসাইডার/ডিজি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭