ইনসাইড বাংলাদেশ

অবশেষে দেবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন মদন


প্রকাশ: 23/05/2024


Thumbnail

টানা তিনবার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পরাজিত হয়েছেন। তবে হাল ছাড়েননি তিনি। দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মদন মোহন রায় পাঁচ হাজার ভোটের ব্যবধানে দেবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেবীগঞ্জ উপজেলার ৬৭টি কেন্দ্রে বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। ভোট গণনা শেষে রাত সাড়ে দশটায় উপজেলা পরিষদ হলরুমে সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. শরীফুল আলম উপজেলা চেয়ারম্যান পদে মদন মোহন রায়কে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।

মদন মোহন রায় দীর্ঘদিন দেবীগঞ্জ উপজেলার অন্তর্ভুক্ত শালডাঙ্গা ইউনিয়ন .লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২২ সালের শালডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় নির্দেশনা উপেক্ষা করে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করায় দল থেকে তাকে বহিষ্কার করা হয়। এর আগে আরও দুইবার শালডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন তিনি।

টানা তিনবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত হয়েও ভেঙে পড়েননি মদন মোহন রায়। ২০২৪ সালের ২১ মে অনুষ্ঠিত হওয়া দেবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে হেলিকপ্টার প্রতীক নিয়ে অংশগ্রহণ করেন তিনি। নির্বাচনের প্রথম থেকেই ভোটারদের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হন তিনি। যার ফলে পাঁচ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করে প্রথমবারের মতো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন মদন মোহন রায়।

নির্বাচনে মদন মোহন রায় হেলিকপ্টার প্রতীক নিয়ে ৩৪ হাজার ৭৪২ ভোটে পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক উপজেলা চেয়ারম্যান উপজেলা . লীগের সাধারণ সম্পাদক হাসনাৎ জামান চৌধুরী জর্জ ২৯ হাজার ৭০৩ ভোট পান।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭