ইনসাইড গ্রাউন্ড

টি-২০ বিশ্বকাপে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত


প্রকাশ: 23/05/2024


Thumbnail

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে চলতি বছর আইসিসির এলিট প্যানেলে জায়গা পেয়েছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। এবার আরেকটি রেকর্ড গড়লেন তিনি। প্রথম বাংলাদেশি হিসেবে আসন্ন পুরুষ টি-২০ বিশ্বকাপে আম্পায়ারিং করবেন সৈকত।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে অনফিল্ড আম্পায়ারিংয়ের দায়িত্ব পেয়েছেন সৈকত। বুধবার (২২ মে) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। আগামী জুন ডালাসের গ্র্যন্ড প্রেইরি স্টেডিয়ামে টি-২০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। যেখানে স্বাগতিক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে কানাডা।

এই ম্যাচের আম্পায়ার হিসেবে সৈকতকে দায়িত্ব দিয়েছে আইসিসি। তার সঙ্গী হিসেবে থাকবেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ। এছাড়া টেলিভিশন আম্পায়ারের দায়িত্ব পালন করবেন স্যাম নোগাজস্কি। ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন রিচি রিচার্ডসন।

প্রথম বাংলাদেশি হিসেবে পুরুষ টি-২০ বিশ্বকাপে দায়িত্ব সামলাবেন সৈকত। এর আগে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও ছিলেন তিনি। ছাড়া ২টি নারী বিশ্বকাপ ২০১৮ নারী টি-২০ বিশ্বকাপে আম্পায়ারের ভূমিকায় ছিলেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭