কালার ইনসাইড

অভিনেত্রী আফসানা মিমির বাবার মৃত্যু


প্রকাশ: 23/05/2024


Thumbnail

অভিনেত্রী আফসানা মিমির বাবা সৈয়দ ফজলুল করিম বৃহস্পতিবার (২৩ মে) সকালে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। অভিনেত্রী মিমি নব্বই’র দশকে  একাধিক কালজয়ী নাটকে অভিনয় করেছেন।

অভিনেত্রীর বাবার মৃত্যুর সংবাদটি গণমাধ্যমে নিশ্চিত করেন আরেক অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। নিজের ফেসবুক পেজ থেকে সহকর্মীর বাবার মৃত্যুর সংবাদ নিশ্চিত করে স্ট্যাটাসে তিনি লিখেন, ‘আমাদের প্রিয় বন্ধু আফসানা মিমির বাবা মারা গেছেন। বাদ জোহর উত্তরা ১৪নং সেক্টরে মিমির বাসস্থানে মরহুমের জানাজা হবে। তার রুহের মাগফেরাত কামনা করছি। শান্তিতে ঘুমাও খালু।

মিমির বাবা পেশায় একজন সরকারি কর্মকর্তা ছিলেন। তিনি দীর্ঘ দিন পানি উন্নয়ন বোর্ডে চাকরি করেছেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭