ইনসাইড বাংলাদেশ

এমপি আনার হত্যাকাণ্ড উদ্‌ঘাটনে কাজ করছে দুই দেশের গোয়েন্দা সংস্থা: হাছান মাহমুদ


প্রকাশ: 23/05/2024


Thumbnail

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ভারতের কলকাতায় সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের পুরো বিষয়টি উদ্‌ঘাটন করতে দুই দেশের গোয়েন্দা সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। 

বৃহস্পতিবার (২৩ মে)  দুপুরে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নোঙর ট্রাস্ট আয়োজিত ‘ঢাকা নদী সম্মেলন’ প্রস্তুতি সভা- ২০২৪ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। ২৩ মে ‘জাতীয় নদী দিবস’ ঘোষণার দাবিতে এ আয়োজন করা হয়। 

ড. হাছান মাহমুদ বলেন, কলকাতায় আমাদের যে হাই কমিশন অফিস আছে, তারা কলকাতার কর্তৃপক্ষ, ভারতীয় কর্তৃপক্ষ ও ভারতীয় পুলিশের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছেন। আপনারা খুব সহসাই সবকিছু জানতে পারবেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭