ইনসাইড গ্রাউন্ড

যুক্তরাষ্ট্রের বিপক্ষে দ্বিতীয় টি-২০তে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ


প্রকাশ: 23/05/2024


Thumbnail

আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের শেষ প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ। যেখানে প্রথম ম্যাচেই স্বাগতিকদের কাছে লজ্জার হারে ডুবেছে টাইগাররা।

এমন পরিস্থিতিতে দ্বিতীয় ম্যাচটিতে হারলেই সিরিজ হাতছাড়া হবে শান্তদের। তবে সিরিজে টিকে থাকতে জয়ের বিকল্প নেই সফরকারীদের।

অপরদিকে জিতলেই টাইগারদের বিপক্ষে সিরিজ জয়ের কীর্তি গড়বে আমেরিকানরা। সফরকারীদের চেয়ে যোজন যোজন পিছিয়ে থাকলেও ম্যাচটি জিতে রেকর্ড গড়তে মরিয়া স্বাগতিকরা। 

বৃহস্পতিবার হিউস্টনের প্রেইরি ক্রিকেট কমপ্লেক্সে সিরিজের দ্বিতীয় টি-২০তে মুখোমুখি হচ্ছে দুদল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলপতি নাজমুল হোসেন শান্ত।

দ্বিতীয় টি-২০তে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মাহেদী, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য একাদশ: স্টিভেন টেইলর, মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), আন্দ্রিয়েস গোউস,অ্যারন জোনস, মিলিন্ড কুমার, গজনন্ড সিং, হারমিট সিং, জসদ্বীপ সিং, নসথাস কেনজিগে, সৌরভ নেত্রভালকার, শ্যাডলি ফন শালকউইক।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭