ওয়ার্ল্ড ইনসাইড

জর্জিয়ার ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা


প্রকাশ: 24/05/2024


Thumbnail

জর্জিয়া বিতর্কিত ‘ফরেন এজেন্ট’ বিল পাস করায় দেশটির ওপর ভিসা নিষেধাজ্ঞা দেয়ার ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, ‘জর্জিয়ার গণতন্ত্রকে ক্ষণ্ন করার প্রক্রিয়ার সঙ্গে জড়িত ব্যক্তি ও তাঁদের পরিবারের সদস্যদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হবে।’

গত সপ্তাহে বিতর্কিত ‘ফরেন এজেন্ট’ বিল পাস করেছে জর্জিয়ার ক্ষমতাসীন ড্রিম পার্টি। এরপর থেকে দেশটিতে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

পাস হওয়া বিলে বলা হয়েছে, যেসব বেসরকারি সংগঠন ও গণমাধ্যম তাদের অর্থায়নের ২০ শতাংশের বেশি দেশটির বাইরে থেকে আনছে, তাদের ‘বিদেশি শক্তির স্বার্থ প্রতিপালনকারী’ প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধন করতে হবে।

এই বিল পাসের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, ‘জর্জিয়ার গণতন্ত্রের প্রতি আমেরিকার সমর্থন দীর্ঘদিনের। আগামী অক্টোবরে দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের আগে ও পরে জর্জিয়ার গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষুণ্ন করার সঙ্গে যাঁরা জড়িত থাকবেন, তাঁরা আমেরিকার ভিসা পাওয়ার ক্ষেত্রে অযোগ্য হবেন এবং আমেরিকা ভ্রমণ করতে পারবেন না।’

ব্লিঙ্কেন আরও বলেন, ‘ফরেন এজেন্ট বিল সাধারণ মানুষের মন প্রকাশের স্বাধীনতাকে রুদ্ধ করবে। এ ছাড়া জর্জিয়ার যেসব গণমাধ্যম নিরপেক্ষভাবে কাজ করছে, তাদের কাজের ক্ষেত্রেও বাধা সৃষ্টি করবে এই বিল।

খসড়া বিলটি পুনর্বিবেচনা করতে জর্জিয়ার প্রতি আহ্বান জানান অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি বলেন, আমরা আশা করি, জর্জিয়ার নেতারা বিলটি পুনর্বিবেচনা করবেন। আমরা যেহেতু দুই দেশের সম্পর্ক পুনর্বিবেচনা করছি, তাই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা জর্জিয়ার পদক্ষেপকেও বিবেচনায় নেব।’


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭