ইনসাইড গ্রাউন্ড

ধরাশায়ী বাংলাদেশ, সমস্যা কোথায় জানে না সাকিব


প্রকাশ: 24/05/2024


Thumbnail

নিজেদের থেকে র‍্যাংকিংয়ে ১০ ধাপ পেছানো দল যুক্তরাষ্ট্রের কাছে লজ্জাজনকভাবে দ্বিপাক্ষিক টি-২০ সিরিজ হেরেছে বাংলাদেশ দল। এমন হারের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। অবশ্য সাকিব আল হাসান বলছেন, সমস্যা কোথায় জানলে, দলকে সমাধান দিতে পারতেন তিনি।

এদিন ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হাজির হন সাকিব। এসময় তাকে কাছে প্রশ্ন করা হয়, সমস্যাটা কোথায়? সাকিবের কথায়, তিনি জানেন না কী কারণে এমন হচ্ছে।

সিরিজ হার নিয়ে সাকিবের কথা, ‘অবশ্যই হতাশার। আমরা আশা করিনি। যুক্তরাষ্ট্র দলকে কৃতিত্ব দিতে হয়, তারা যেভাবে খেলেছে।’

টপঅর্ডার ব্যাটাররা রান করছেন না। টি-২০ ক্রিকেটের সঙ্গে যেন মানাতেই পারছেন না তারা। আসলে মূল সমস্যাটা কোথায়? সাকিবের কাঠখোট্টা কথা, ‘আমি বলতে পারব না। এটার জবাব আমার কাছে নেই।’

এরপর আরেক প্রশ্নের জবাবে ফের বলেন, ‘আমি জানি না। আমি জানলে তো টিমকে বলতাম, রেজাল্ট অন্যরকম হতো।’

বৃহস্পতিবার হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে সিরিজের দ্বিতীয় টি-২০তে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-যুক্তরাষ্ট্র। এমনিতেই সিরিজের প্রথম টি-২০তে হেরে মানসিকভাবে পিছিয়ে ছিল সফরকারীরা। গতকাল সেই একই ভুলের পুনরাবৃত্তি করে শান্তরা। এতে এক ম্যাচ হাতে রেখেই ২-০ তে এগিয়ে সিরিজ শিরোপা নিশ্চিত করেছে স্বাগতিকরা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭