ইনসাইড বাংলাদেশ

প্রতিদিনই রেকর্ড ভাঙছে সিলেটের তাপমাত্রা


প্রকাশ: 24/05/2024


Thumbnail

সিলেট জুড়ে বইছে মৃদু তাপপ্রবাহ। প্রতিদিনই রেকর্ড ছাড়াচ্ছে দেশের উত্তর-পূর্বের এই জনপদের তাপমাত্রা। শুক্রবার (২৪ মে) দুপুর ৩টায় সিলেটের তাপমাত্রা ছিল ৩৭.৭ ডিগ্রি সেলিসিয়াস। যা চলতি মৌসুমের সর্বোচ্চ। 

আবহাওয়া অফিস সূত্র জানায়, গত ১৬ মে সিলেটের তাপমাত্রা ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। তখন সেটিই ছিলো মৌসুমের সর্বোচ্চ। এরপর থেকেই ধারাবাহিকভাবে বেড়ে চলছে তাপমাত্রা। শুক্রবার তাপমাত্রা গিয়ে দাড়িয়েছে ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াসে।

এদিকে, তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি বিদ্যুতের লোডশেডিং বেড়েছে সিলেটে। ফলে অস্বস্থিতে আছেন সাধারণ মানুষজন। আজ শুক্রবার অফিস-আদালত ও স্কুল-কলেজ বন্ধ থাকায় জরুরি প্রয়োজন ছাড়া সড়কে বের হচ্ছেন না কেউ। দুপুর পর্যন্ত নগরীর সড়কগুলো ছিলো অনেকটাই ফাঁকা। 

সিলেট আবহাওয়া কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসেন বলেন, আজ শুক্রবার বিকেল ৩টায় সিলেটে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াস। এটি এই মৌসুমে সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা। 

তিনি আরও বলেন, দেশে সাধারণত মার্চ, এপ্রিল, মে ও জুনে গরম বেশি থাকে। গরম কিছুটা কমে বৃষ্টি হলে। আগামী কয়েক দিন এ রকম গরম থাকতে পারে। তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭