ওয়ার্ল্ড ইনসাইড

নতুন যুগে মার্কিন সিনেট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/04/2018


Thumbnail

মাত্র ১০ দিন বয়সী সন্তানকে কোলে নিয়ে মার্কিন সিনেটের এক ভোটাভুটিতে অংশ নিয়েছেন ইলিনয়েসের সিনেটর ট্যামি ডাকওয়ার্থ। আর এরই মাধ্যমে নতুন যুগে পদার্পন করল মার্কিন সিনেট। বাবা-মায়ের সঙ্গে সিনেটে যোগ দিতে পারার আইনের প্রয়োগ হলো যথার্থই।

অতি সম্প্রতি মা হয়েছেন সিনেটর ট্যামি ডাকওয়ার্থ (৫০)। ওয়াশিংটন ডিসিতে নিজ কার্যালয়ে থাকা অবস্থাতেই তাঁর প্রসব বেদনা উঠেছিল।কাছের একটি হাসপাতালে জন্ম নেয় তাঁর মেয়ে।

মাত্র ১০ দিন বয়সে সিনেটে অংশ নিয়ে ইতিহাস সৃষ্টি করল সিনেটর ট্যামি ডাকওয়ার্থের সন্তান। মার্কিন সেনেটে নাসার প্রশাসক মনোনয়ন সহ গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে ভোট হয় যখন ওই সন্তান ছিল ট্যামির কোলে।

অবশ্য টুইটে মজা করতেও ছাড়েননি সিনেটর ট্যামি। বলেছেন, ‘আমাকে হয়তো সেনেটে ভোট দিতে হবে। তাই আমি নিশ্চিত করেছি যে মাইলির কাপড় সেনেট ফ্লোরের ড্রেস কোড ভঙ্গ করবে না কারণ তার একটি জ্যাকেট আছে।’

মার্কিন সিনেটের নিয়ম অনুযায়ী, সিনেটের ফ্লোরে যেতে হলে ব্লেজার পড়তে হবে। আর শিশুদের নিয়ে মার্কিন সিনেটে আসাই তো এতদিন নিষিদ্ধ ছিল। গত বুধবার সেই আইনের পরিবর্তন হয়। শিশুদের আসার অনুমতি দিয়ে নতুন নিয়ম পাশ করে সিনেট।

ট্যামি ডাকওয়ার্থ সিনেটের সিদ্ধান্তে কৃতজ্ঞতা জানায়।বলেন, ‘আমি আমার সহকর্মীদের ধন্যবাদ জানাই, বিশেষ করে নীতি নির্ধারণী কমিটির নেতৃস্থানীয়দের। নতুন অভিভাবকদের যে অনেক সময় শিশুকে নিয়েও কর্মস্থলে দায়িত্ব পালন করতে হয়, সেটিকে তারা স্বীকৃতি দিয়েছেন।’

সিনেটের নীতি নির্ধারণী কমিটির চেয়ারম্যান রয় ব্লান্ট বলেছেন, ‘একজন বাবা বা মা হওয়া সহজ কাজ নয়। সেনেটের নিয়মনীতি দিয়ে সেই কাজ আরও কঠিন করার কোন মানে হয় না।’

বিশেষজ্ঞদের মতে, সেনেটর ট্যামি ও তাঁর সন্তান মার্কিন সিনেটের ইতিহাসে নতুন যুগে সূচনা করেছেন।


সূত্র: বিবিসি

বাংলা ইনসাইডার/ জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭