ইনসাইড আর্টিকেল

ইতিহাসের এই দিনেঃ ২১ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/04/2018


Thumbnail

একটি দিন ২৪ ঘণ্টা। ১৪৪০ মিনিট। ৮৬ হাজার ৪০০ সেকেন্ড। সময়ের হিসেবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের প্রতিটি দিনে ঘটেছে অনেক উল্লেখযোগ্য ঘটনা। ইতিহাসের কৌতুহলউদ্দীপক ও উল্লেখযোগ্য ঘটনাগুলোকে স্মরণের উদ্যোগ নিয়েছে বাংলা ইনসাইডার। ইতিহাসের এইদিনে ঘটে যাওয়া কিছু ঘটনার কথা জানালাম:

আজ ২১ এপ্রিল ২০১৮, শনিবার গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১১১ তম দিন। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কিছু ঘটনা।

ঘটনাবলী

৭৫৩ – ইতিহাসের এই দিনে রোম নগরী প্রতিষ্ঠিত হয়। রোম ইতালি ও লাসিও অঞ্চলের রাজধানী। এটি ইউরোপিয়ান ইউনিয়নের চতুর্থ জনবহুল শহর।

১৫২৬ – ইতিহাসের এই দিনে পানি পথের প্রথম যুদ্ধ সংঘটিত হয়। পানিপথের প্রথম যুদ্ধ লোদি সাম্রাজ্য এবং মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরের মধ্যে সংঘটিত হয়। যে সকল যুদ্ধে কামানের ব্যবহার হয়েছে এমন যুদ্ধের মধ্যে এটি অন্যতম।

১৯৭৫ – আজকের এই দিনে ভারতের ফারাক্কা ব্যারেজ চালু। ফারাক্কা গঙ্গা নদীর উপর অবস্থিত একটি বাঁধ। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ ও মুর্শিদাবাদ জেলায় এই বাঁধটি অবস্থিত। ১৯৬১ সালে এই বাঁধ নির্মাণের কাজ শুরু হয়। শেষ হয় ১৯৭৫ সালে। বাঁধটি প্রায় এক বিলিয়ন ডলার ব্যয়ে সোভিয়েত রাশিয়ার সহায়তায় তৈরি করা হয়েছিল।

জন্মদিন

এলিজাবেথ আলেকজান্দ্রা মেরি (১৯২৬ - বর্তমান)
এলিজাবেথ আলেকজান্দ্রা মেরি অধিক পরিচিত রাণী দ্বিতীয় এলিজাবেথ হিসেবে। তিনি বিশ্বের ১৬টি সার্বভৌম রাষ্ট্র, অর্থাৎ কমনওয়েলথ রাষ্ট্রসমূহের বর্তমান রাণী ও রাষ্ট্র প্রধান। আজ তাঁর জন্মদিন।

মৃত্যুবার্ষিকী

শকুন্তলা দেবী (১৯২৯ - ২০১৩)
শকুন্তলা দেবী একজন ভারতীয় লেখক । তাঁকে ‘মানব কম্পিউটার’ নামে ডাকা হয়। তাঁর এই অসাধারণ গণন ক্ষমতার জন্য তাঁকে ১৯৮২ সালে ‘গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস’ এর অন্তর্ভুক্ত করা হয়েছে। আজ তাঁর মৃত্যুবার্ষিকী।


বাংলা ইনসাইডার/ডিজি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭