ইনসাইড গ্রাউন্ড

সুনীল নারাইনের আইপিএলে অনন্য কীর্তি


প্রকাশ: 27/05/2024


Thumbnail

গতকাল রাতেই সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৭তম শিরোপা নিজেদের ঘরে তুলেছে কলকাতা নাইট রাইডার্স। যেখানে অলরাউন্ড পারফরম্যান্সে দারুণ ভূমিকা রেখেছেন সুনীল নারাইন। যার ফলও হাতেনাতে পেয়েছেন এই ক্রিকেটার।

এবারের আইপিএলে মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটারের পুরস্কার জিতেছেন নারাইন। এর মধ্য দিয়ে রেকর্ড তৃতীয়বারের মতো এই পুরস্কার পেয়েছেন তিনি। আর তাতেই ইতিহাস গড়েছেন এই ক্যারিবীয় ক্রিকেটার।

আইপিএলের ১৭ বছরের ইতিহাসে নারাইন ছাড়া এই কীর্তি গড়তে পারেননি। দুইবার এই পুরস্কার জেতে তার পেছনে আছেন আন্দ্রে রাসেল।

২০১২ সালে আইপিএলে অভিষেক হয় নারাইনের। অভিষেক মৌসুমে বল হাতে ২৪ উইকেট নিয়ে এমভিপি হন। এরপর ২০১৮ সালে ব্যাট হাতে ৩৫৭ ও বল হাতে ১৭ উইকেট নিয়ে আরো একবার হন এমভিপি।

এবার বল ও ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে কলকাতা নাইট রাইডার্সকে আইপিএলের তৃতীয় শিরোপা জেতান তিনি। নিজে জিতেন তৃতীয়বারের মতো টুর্নামেন্টের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ের পুরস্কার।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭