ইনসাইড বাংলাদেশ

ঘূর্ণিঝড় রেমাল: নিহতের সংখ্যা বেড়ে ১৬


প্রকাশ: 28/05/2024


Thumbnail

দেশের উপকূলীয় অঞ্চলে তান্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রেমাল। দীর্ঘ ৭ ঘণ্টাব্যাপী প্রচন্ড শক্তি নিয়ে তান্ডব চালায় বঙ্গোপসাগরে সৃষ্ট এই ঘূর্ণিঝড়টি। এর প্রভাবে প্লাবিত হয়েছে জনপদ, ঘরবাড়ি, তছনছ হয়েছে বেড়িবাধ, গাছপালা।

সোমবার (২৮ মে) সকাল পর্যন্ত রাজধানীসহ জেলায় অন্তত ১৬ জনের প্রাণহানি ঘটেছে।

ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ঢকায় , ভোলায় , বরিশালে , পটুয়াখালীতে , খুলনা, সাতক্ষীরা, চট্টগ্রাম কুমিল্লায় একজন করে মোট ১৬ জন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সোমবার (২৭ মে) দিবাগত রাত ৮ টা থেকে ৭ টার মধ্যে রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলাদা ঘটনায় নারীসহ চার জনের মৃত্যু হয়েছে। এঘটনায় মৃতরা হলেন, খিলগাঁও রিয়াজবাগ এলাকার রিকশার গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া রাকিব (২৫), খিলগাঁও সিপাহীবাগে রাস্তায় জমে থাকা পানির মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া মরিয়ম বেগম (৪৫), যাত্রাবাড়ীতে টিনের প্রাচীর স্পর্শ করে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া লিজা আক্তার (১৬) অপরজন বাড্ডার বাসিন্দা। তার নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ভোলায় বসতঘরে গাছ পড়ে জনের মৃত্যু হয়েছে। জেলার লালমোহন উপজেলার তীব্র বাতাসে টিনের ঘরে গাছ পড়ে মনেজা (৫৪) নামে একজনের মৃত্যু হয়। গাছের ডাল পড়ে জেলার বোরহানউদ্দিনে জাহাঙ্গীর (৫০) দৌলতখান পৌরসভার ২নং ওয়ার্ডে বসতঘরে গাছ পড়ে মাইশা নামের বছরের এক শিশু নিহত হয়েছে।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের নাপিতখালী আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে শওকত মোড়ল (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

পটুয়াখালীতে জোয়ারের পানিতে ডুবে মোঃ শরীফ (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়। এছাড়াও বাউফলে ঘরের নিচে চাপা পড়ে করিম খান (৬২) নিহত হয়েছেন।

বরিশালে রেমালের প্রভাবে রূপাতলী বাসস্ট্যান্ড সংলগ্ন একটি বিল্ডিংয়ের ৩য় তলার দেয়াল ধসে লোকমান হোটেলের মালিকসহ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন লোকমান (৫৫) মোকলেস (২৫) ছাড়া জালাল সিকদার নামের আরও একজন নিহত হয়েছেন।

এছাড়াও কুমিল্লায় ও চট্টগ্রামে ভবনের ধসে ২ জন এবং খুলনায় গাছ উপড়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আবাহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, দেশের ১৯ জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৩৭ লাখ মানুষ। বিদ্যুৎ বিচ্ছিন্ন প্রায় ৩ কোটি গ্রাহক।  

ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত জেলাগুলো হলো- সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, বরিশাল, পিরোজপুর, বরগুনা, ভোলা, পটুয়াখালী, চট্টগ্রাম, ফেনী, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, নড়াইল, গোপালগঞ্জ, শরীয়তপুর যশোর।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭