ইনসাইড টক

‘প্রশাসন তো বেনজীরকে দুর্নীতি করতে বলে নাই’


প্রকাশ: 29/05/2024


Thumbnail

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ নুরুল হুদা বলেছেন, বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনফরচুনেট (দুর্ভাগ্যজনক)। এটা না হওয়াই বাঞ্ছনীয় ছিল। আর এটা তো একটা অভিযোগ, অভিযোগ আসলেই কিন্তু কেউ দোষী হয়ে যায় না। অভিযোগ যখন প্রমাণ হয় তখন সে দোষী। এখন শুধু সন্দেহের আঙ্গুল থাকতে পারে, তবে সেটাও বাঞ্ছনীয় নয়।

সম্প্রতি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও তার স্ত্রী-সন্তানদের নামে থাকা সকল স্থাবর-অস্থাবর সম্পতি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। এ রকম একটা দায়িত্বশীল পদে থেকে বেনজীর আহমদের ব্যাপক দুর্নীতিতে জড়িয়ে যাওয়া প্রসঙ্গে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ নুরুল হুদা বাংলা ইনসাইডারকে এ কথা বলেন। 

সাবেক আইজিপি নূরুল হুদা বলেন, বেনজীর আহমেদের ঘটনা পুলিশ প্রশাসনে প্রভাব ফেলবে না। প্রশাসন তো তাকে দুর্নীতি করতে বলে নাই; যে অভিযোগগুলো আছে সে তার নিজ দায়িত্বে করেছে। যার যার দায়িত্ব তার তার। আইন মোতাবেক একজনের দায়িত্ব আরেক জনের না। সুতরাং পুলিশ প্রশাসনে কোন প্রভাবের আমি অবকাশ দেখি না।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭