ইনসাইড গ্রাউন্ড

নিদাহাস ট্রফি থেকে চারগুন বেশি লাভ করেছে শ্রীলঙ্কা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/04/2018


Thumbnail

গত মার্চে বাংলাদেশ এবং ভারতকে নিয়ে স্বাধীনতার ৭০ বছর পূর্তিতে টি২০ ফরম্যাটে ‘নিদাহাস ট্রফি’  আয়োজন শ্রীলঙ্কা। আর এই টুর্নামেন্ট আয়োজন করে প্রত্যাশার চেয়ে বেশি লাভের মুখ দেখেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টটি দারুণভাবে দর্শকপ্রিয়তার পাশাপাশি আর্থিকভাবেও প্রচুর লাভবান হয় শ্রীলঙ্কা।

টুর্নামেন্টের আগে এসএলসি আশা করেছিল ১৯৫ মিলিয়ন রুপি লাভ হতে পারে। কিন্তু বাস্তবে লাভের পরিমান তার চারগুনেরও বেশি! লাভ হয়েছে ৪৮০ ভাগ বেশি। বোর্ড জানিয়েছে, ৯৪০ মিলিয়ন রুপি লাভের পরিমান দাঁড়িয়েছে এই টুর্নামেন্ট আয়োজন করে।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে খবরটি জানিয়েছেন এসএলসির প্রেসিডেন্ট থিলাঙ্গা সুমাথিপালা। তিনি বলেন, ‘নিদাহাস ট্রফি ছিল শ্রীলঙ্কার আয়োজিত সবচেয়ে সফলতম টুর্নামেন্ট।’

প্রত্যাশা ছিল সব খরচ শেষে ৬৫০ মিলিয়ন রুপির মতো আয় হবে। কিন্তু সেটা হয়েছে ১.৩৬ বিলিয়ন রুপি। এছাড়া আন্তর্জাতিক মিডিয়া স্বত্ত্ব আর স্পন্সর থেকেই এসেছে ১.২৬ বিলিয়ন রুপি। টিকিট বিক্রি থেকে এসেছে বাকি অর্থ।


বাংলা ইনসাইডার/এসএকে/ডিআর





প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭