ইনসাইড বাংলাদেশ

রাজাকারের সন্তানদের চাকরিতে অযোগ্য করার দাবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/04/2018


Thumbnail

সরকারি চাকরিতে স্বাধীনতাবিরোধীদের সন্তানদের অযোগ্য ঘোষণার দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধার সন্তানেরা।

শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ব্যানারে সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

স্বাধীনতাবিরোধীদের সন্তানদের যারা সরকারি চাকরিতে রয়েছে, তাদের বরখাস্তের দাবিও তুলেছেন মুক্তিযোদ্ধার সন্তানেরা।

৫৫ শতাংশ কোটার মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় ৩০ শতাংশ পদ তাদের সন্তানসহ উত্তরাধিকারদের জন্য সংরক্ষিত। এই কোটা না কমানোর দাবি জানিয়ে আসছে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’।

সমাবেশে সংগঠনের সভাপতি সাজ্জাদ হোসেন গণমাধ্যমকে বলেন, রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে স্বাধীনতাবিরোধীদের সম্পদ বাজেয়াপ্ত করাসহ স্বাধীনতাবিরোধীদের উত্তরসূরিদের সকল চাকরিতে অযোগ্য ঘোষণা করতে হবে। এবং স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।

বাংলা  ইনসাইডার/এসএ/ জেডএ

 

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭