ইনসাইড বাংলাদেশ

গাজীপুরে মেয়র প্রার্থীদের সতর্ক করল: ইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/04/2018


Thumbnail

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে চার মেয়র প্রার্থীকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা তারিফুজ্জামান গণমাধ্যমকে বলেন,  আচরণবিধি লঙ্ঘনের কারণে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী জাহাঙ্গীর আলম, বিএনপি মনোনীত প্রার্থী হাসান উদ্দিন সরকার, জাসদ (ইনু) মনোনীত প্রার্থী রাশেদুল হাসান রানা ও স্বতন্ত্র মেয়রপ্রার্থী এসএম সানাউল্লাহকে শুক্রবার রাতে লিখিতভাবে সতর্ক করা হয়েছে।

তিনি আরও বলেন,‘মেয়রপ্রার্থীরা যদি পরবর্তীতে ফের আচরণবিধি ভঙ্গ করেন; তাহলে নির্বাচনের বিধি অনুসারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

চলতি মাসের ২৩ এপ্রিল প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ২৪ মে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে।

আগামী ১৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলা ইনসাইডার/এসএ/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭