ইনসাইড বাংলাদেশ

লন্ডনে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/04/2018


Thumbnail

উন্নয়নশীল বাংলাদেশ যোগ্যতা অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেওয়া হচ্ছে লন্ডনে। লন্ডনের ওয়েস্ট মিনিস্টার সেন্ট্রাল হলে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ।

স্থানীয় সময় বিকেল তিনটার দিকে লন্ডনের (বাংলাদেশ সময় রাত নয়টার দিকে) সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি ওই অনুষ্ঠানে অংশ নিয়েছেন। 

এ বছরের ১৭ মার্চ বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে ওঠার যোগ্যতা অর্জনের স্বীকৃতিপত্র পায়। ওই স্বীকৃতির মধ্য দিয়ে বাংলাদেশ পৌঁছে গেছে অনন্য এক উচ্চতায়। এখন ছয় বছর একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত করতে হবে বাংলাদেশকে এবং তা সম্ভব হলে ২০২৪ সালে স্থায়ীভাবে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেবে জাতিসংঘ সাধারণ পরিষদ।  

কমনওয়েলথ অধিবেশনে যোগ দিতে গত ১৭ এপ্রিল লন্ডনে যান প্রধানমন্ত্রী। ১৯-২০ এপ্রিল কমনওয়েলথ সম্মেলন অনুষ্ঠিত হয়। আগামীকাল ২২ এপ্রিল দেশের উদ্দেশ্যে লন্ডন ছাড়বেন প্রধানমন্ত্রী।

বাংলা ইনসাইডার/এসআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭